1. admin@jashorerdarpan.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার কার্যকারী কমিটির কমিটির অনুমোদন যশোর জেলা যুব দল নেতা নাসিম রেজা’কে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক করায় যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বগুড়া আদমদিঘীতে ভবনের কাজ শেষ হয়নি ৫ বছরেওবিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ট্রেনে কাটা  পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ বগুড়া  সদর থানায় অগ্নিসংযোগ ঘটনার মামলায় তিন জন গ্রেপ্তার  কেশবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় যশোরের কুয়াদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৪ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা খলিশাখালির মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের হুমকিতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

******ফলো আপ****** পাইকগাছায় লুটপাট ও ধর্ষনের ঘটনায় থানায় মামলা; গ্রেপ্তার-১

দৈনিক যশোরের দর্পণ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

দীনেশ চন্দ্র রায় পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

পাইকগাছায় চোখে মুখে সুপার ব্লু আটা দিয়ে লুটপাট ও ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ধর্ষিতার স্বামী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। এ মামলায় পুলিশ ছামাদ সরদার( ৪৪) নামে একজনকে গ্রেপ্তার দেখিয়েছে। উপজেলার দক্ষিণ রাড়ুলীর আবুল হোসেন সরদারের ছেলে। এ মামলার বাদীর সাথে কথা বলে জানাগেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম অনেকটা স্বাভাবিক হলেও তার ভয় কাটেনি ও লোকজনও চিনতে পারছে না। থানায় দায়ের করা মামলা সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন রাড়ুলী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ভিকটিমের স্বামী মান্নান সরদার( ৫০) সোমবার পাইকগাছা উপজেলার গড়ইখালী হাটের উদ্দেশ্যে কাঁচামাল নিয়ে ১১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে বাড়ি থেকে চলে যায়। ঐ রাতে যে কোন উপায়ে একতলা পাঁকা বিল্ডিং এর দরজা ভেঙ্গে ২/৩ জন দস্যু ভিকটিমের ঘরে ঢোকে। এ সময় সে ঘরে একা ঘুমিয়ে ছিল। দস্যুরা প্রথমে ওড়না দিয়ে গৃহবধূর হাত-পা বেঁধে ফেলে। এর পর হত্যার ভয় দেখিয়ে তার কানে থাকা দু’আনা ওজনের দু’টি স্বর্নের দুল, ভ্যানাটি ব্যাগ থেকে ১১ হাজার টাকা ও গৃহবধূর ব্যবহৃত ১টি আইটেল মোবাইল নেয়। পরবর্তীতে তার চোখে-মুখে আঠা জাতিয় পদার্থ দিয়ে দস্যুরা পর্যায়ক্রমে ধর্ষন করে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ভোরে গোংরানির শব্দ পেয়ে প্রতিবেশি বৃষ্টি খাতুন এক মহিলা টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। সোমবার সকালে অজ্ঞান অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও ওসি মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থলে পৌছে ধর্ষিতার বিছানা থেকে রক্তমাখা বাঁলিশ, কাথা-কাপড়সহ ১টি সাবল উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী মান্নান সরদার বাদী হয়ে লুটপাট ও ধর্ষনের অভিযোগে অজ্ঞাতনামা ২/৩ জন দস্যুর বিরুদ্ধে ৩৯৪ পেনাল কোর্ড তৎসহ ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী) ২০২০ এর ৯ (৩) ধারায় মামলা করেছেন, যার নং-১৩। এ বিষয়ে মোবাইলে জানতে চাইলে বাদী মান্নান সরদার এ প্রতিনিধিকে বলেন,ভিকটিম একটু সুস্থ্য হয়ে সামান্য ফল জাতীয় কিছু খেতে পারছে এবং লোক জনও চিনতে পারছে। স্ত্রী’র চোখের অবস্থা ভালো উল্লেখ করে তিনি জঘন্য এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাশ জানান,গ্যাংরেফ মামলায় ১জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দ্রুত এ মামলার ভালো ফলাফল দিতে পারবেন বলে জনিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক যশোরের দর্পণ
Theme Customized BY LatestNews